spot_img

রিয়াল ভায়োদালিদকে ৪-২ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ

অবশ্যই পরুন

লা লিগার টেবিলে নীচের সারির দল রিয়াল ভায়াদোলিদ। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দল হয়েও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েছিলো ম্যাচের ২১তম মিনিটে। এরপর ম্যাচে ফিরে আতলেতিকো জয় পায় ৪-২ গোলে। তাতে বড় অবদান দলের তারকা ফুটবলার হুলিয়ান আলভারেজের।

ম্যাচের ২৫ ও ৭১ মিনিটে জোড়া পেনাল্টি থেকে দুই গোল করেছেন এই আর্জেন্টাইন। অ্যাটলেটিকোর অপর দুটি গোল করেন জুলিয়ান সিমিওনি ও আলেকজান্দার সরলথের।

পেনাল্টি থেকে জোড়া গোলে ইতিহাস গড়েছেন আলভারেসে। অ্যাটলেটিকোর জার্সিতে নিজের অভিষেক মৌসুমে এই আর্জেন্টাইনের গোল ২৫টি, যা এই শতাব্দীতে ক্লাবের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেছেন আন্তোয়ান গ্রিয়েজমানের ২৪ গোলের কীর্তি। অভিষেক মৌসুমে ৩৬ গোল করে আলভারেসের সামনে কেবল রাদামেল ফালকাও।

রিয়ালের বিপক্ষে আলভারেসের ডাবল টাচ পেনাল্টির জন্য চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছিল অ্যাটলেটিকোকে। সোমবার জোড়া পেনাল্টিতে তিনি গোল করার পর কোচ ডিয়েগো সিমিওনি দুই হাত দিয়ে সেই ডাবল টাচ পেনাল্টির স্মৃতিই স্মরণ করিয়ে ব্যঙ্গ করছিলেন যেন!

এই জয়ে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগার তিন নম্বরে অ্যাটলেটিকোর। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০ আর রিয়াল মাদ্রিদের ৬৬।

সর্বশেষ সংবাদ

নির্বাচনের জন্য কাগজ লাগবে এক লাখ ৭০ হাজার রিম, ব্যয় ৩৫ কোটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রায় এক লাখ ৭০ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ