spot_img

তামান্না-বিজয়ের বিচ্ছেদের আড়ালে কে এই নারী?

অবশ্যই পরুন

দুই বছর একসঙ্গে থাকার পরে বিচ্ছেদ হয়েছে তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার। বিচ্ছেদ নিয়ে অবশ্য দুজনেই এখনো নীরব। তামান্না ও বিজয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ে নিয়ে সমস্যা বেঁধেছিল দুজনের মধ্যে। তামান্না বিয়ে করে সম্পর্ককে স্থায়ী করতে চাইলেও, বিজয় এখনই বিয়েতে প্রস্তুত ছিলেন না—এটাই নাকি মূল দ্বন্দ্বের কারণ।

তবে এরই মধ্যেগুঞ্জন উঠেছে, তামান্না-বিজয়ের বিচ্ছেদের পেছনে নাকি রয়েছেন এক নারী। তার প্রভাবেই নাকি বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন তামান্না।

এই নারী আর কেউ নন, তিনি দক্ষিণী তারকা চিরঞ্জীবী। তামান্না ও তার পরিবারের খুবই ঘনিষ্ঠ চিরঞ্জীবী। এমনকি কিছু ক্ষেত্রে তামান্না অভিভাবকের জায়গাও দিয়েছেন চিরঞ্জীবীকে।

দক্ষিণী এই তারকাই নাকি তামান্নাকে পরামর্শ দিয়েছিলেন, বিচ্ছেদের খবর প্রকাশ করার জন্য।

এ-ও শোনা যায়, তামান্নার বাবাও নাকি এই সম্পর্কে রাজি ছিলেন না। তবে সম্পর্ক ভাঙার সঠিক কারণ কোনটি, তা নিয়ে এখনো মুখ খোলেননি তামান্না-বিজয়।
যদিও এক জ্যোতিষী দাবি করেছেন, এখনো পরস্পরকে ভালবাসেন তামান্না ও বিজয়। পরস্পরের সান্নিধ্যও তারা পছন্দ করেন, তাই একই জায়গায় রং খেলেছিলেন তারা। রাবিনা টান্ডনের বাড়িতে তার মেয়ে রাশার সঙ্গে চুটিয়ে রং খেলেছেন দুজনে।

কিন্তু আলাদা আলাদা ভাবে। জ্যোতিষীর মতে, তাঁদের ফের মিলনের সম্ভাবনাও নাকি রয়েছে।
দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তামান্না ও বিজয়। ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে অভিনয় করতে গিয়ে দুজনের প্রেম শুরু। সেই ছবিতে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন তারা। সেই রসায়নও দর্শকের পছন্দ হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে পরস্পরের হাতে হাত রেখে তারা পৌঁছে যেতেন। তাদের রসায়নেও মুগ্ধ ছিলেন অনুরাগীরা।

তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার বিচ্ছেদ নিয়ে বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুঞ্জনের শেষ নেই। প্রায় দুই বছর একসঙ্গে থাকার পর তাদের সম্পর্ক শেষ হয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি। যদিও তারা এখনো প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু বিচ্ছেদের কারণ ও পেছনের ঘটনাগুলো ঘিরে নানা আলোচনা চলছে।

সর্বশেষ সংবাদ

নির্বাচনের জন্য কাগজ লাগবে এক লাখ ৭০ হাজার রিম, ব্যয় ৩৫ কোটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রায় এক লাখ ৭০ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ