spot_img

‘জাট’ দিয়ে বক্স অফিসে জাত চেনালেন সানি দেওল

অবশ্যই পরুন

সবাই ভেবেছিল ফুরিয়ে গেছেন তিনি। যদিও লম্বা বিরতি শেষে ২০২৩ সালে ‘গাদার’-এর সিকুয়েল ‘গাদার ২’ নিয়ে হাজির হন সানি দেওল। সে সময় সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মূলত এরপরই তাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন দর্শক, পরিচালক, প্রযোজকেরা।

সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত সিনেমা ‘জাট’। এই সিনেমা দিয়ে তিনি আবারও নিজের জাত চেনালেন। ৬৭ বছর বয়সেও যে ফিরে আসা যায়, সেটি বুঝিয়ে দিলেন এই অভিনেতা। সিনেমায় তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

আরেকটি চমকের বিষয় হলো- সিনেমাটির মোট নির্মাণ খরচ ১০০ কটি রূপি। যার মধ্যে সানি নাকি একাই নিয়েছেন ৫০ কটি রূপি। এটাও এই অভিনেতার কারিশমাই বটে।

গত ১০ এপ্রিল সানি দেওলের বহু প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া অ্যাকশন ফিল্ম ‘জাট’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দক্ষিণ ভারতীয় বাজারে দেওলের প্রথম প্রবেশ এবং পরিচালক গোপীচাঁদ মালিনেনির হিন্দি অভিষেক হওয়ায়, ছবিটি ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। লক্ষ্য ছিল ‘জওয়ান’-এর মতো সাম্প্রতিক ব্লকবাস্টারের সাফল্য ছুঁয়ে ফেলা।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির দিন প্রথম দিন বিকেল ৫টা পর্যন্ত ভারতে ছবিটি ৬ কোটি সাত লাখ টাকা আয় করেছে। যদিও এটি একটি ভালো সূচনা, তবে রেকর্ড-ব্রেকিং বলা চলে না। এখন পর্যন্ত ছবির মোট বক্স অফিস সংগ্রহ ৪০ কোটি টাকা ছাড়িয়েছে।

যদিও অ্যাডভানস বুকিং আশানুরূপ ছিল না— ভারতজুড়ে প্রি-সেলস থেকে এসেছে মাত্র ২ কোটি ৩৭ লাখ টাকা। তুলনায় ‘গদর ২’ মুক্তির আগে সংগ্রহ করেছিল ১৭.৬ কোটি টাকা। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (NCR) বাদে অধিকাংশ বড় শহরেই এক কোটি টাকার নিচে ছিল বুকিং, যা ছবির ব্যাপক জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে।

অক্যুপেন্সি (দর্শক উপস্থিতি) ছিল মিশ্র। জয়পুর সর্বোচ্চ ২৯.৫% নিয়ে এগিয়ে, এরপর NCR-এ ছিল ১৭.৫%। চণ্ডীগড় ও হায়দরাবাদে মাঝারি সাড়া মিললেও মুম্বাই (১০%) ও পুনে (৭.৫%) পিছিয়ে ছিল। বেঙ্গালুরু, চেন্নাই ও আহমেদাবাদ থেকেও মাঝারি রিপোর্ট এসেছে।

ছবিটিতে রয়েছে তারকাখচিত কাস্ট—রেজিনা ক্যাসান্দ্রা, রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের, রম্যা কৃষ্ণন এবং জগপতি বাবু।

অ্যাকশন-প্যাকড এই সিনেমাটি যতটা প্রত্যাশা করানো হয়েছিল, তেমন সাড়া এখনো পর্যন্ত না মিললেও সামনের দিনগুলোতে ছবিটি কি গতি পায়, সেটাই দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

নির্বাচনের জন্য কাগজ লাগবে এক লাখ ৭০ হাজার রিম, ব্যয় ৩৫ কোটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রায় এক লাখ ৭০ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ