spot_img

নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী ফুটবল দল

অবশ্যই পরুন

বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পুরোনো বছরের সকল জরা পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের।

সোমবার (১৪ এপ্রিল) সকালে পুরো দেশের সাথে নববর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হন আফঈদা-মুনকি’রা। জাতীয় নারী দলের একাংশ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে স্বাগত জানান ১৪৩২ বঙ্গাব্দকে। শোভাযাত্রায় অংশ নিয়ে নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে ওঠেন তারা। র‍্যালিতে অংশ নেয়া সকলের সাথে সমবেত কণ্ঠে জানান দেন অসাম্প্রদায়িক এক বাংলাদেশ বিনির্মাণের।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হয়।

ফুটবল অঙ্গনের তারকাদের কাছে পেয়ে শুভেচ্ছা জানাতে ভুল হয়নি শোভাযাত্রায় অংশ নিতে আসা সাধারণ মানুষের। বাংলা নতুন বছরের প্রথমদিনকে মধুময় করে রাখতে রিপা-আফঈদা’দের সাথে স্মৃতি ধরে রাখতে অনেকেই মুঠোফোনের ক্যামেরায় বন্দী করেন নিজেদের।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে নেদারল্যান্ডস: স্কট এডওয়ার্ডস

সিলেটে আগামী ৩০ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার (২৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ