ঈদের পরপরই ভোক্তাদের জন্য এসেছে নতুন বোঝা—সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য এখন থেকেই কার্যকর হয়েছে।
একইসঙ্গে পাঁচ লিটারের বোতলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দামও লিটারপ্রতি ১২ টাকা বেড়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়ীরা দায়ী করেছেন আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির পাশাপাশি আমদানি পর্যায়ে শুল্ক-কর ছাড়ের মেয়াদ শেষ হয়ে যাওয়াকে। তারা জানান, কর সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর করার প্রস্তাব দিয়েছিলেন, যার ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়।
জানা যায়, মিলমালিকেরা প্রথমে বোতলজাত তেলের দাম লিটারে ১৮ টাকা এবং খোলা তেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেন। তবে সরকারের সঙ্গে দর-কষাকষির পর দাম কিছুটা কমিয়ে নির্ধারণ করা হয়।
এদিকে, ব্যবসায়ীদের দাবির আগেই ভোজ্যতেলে শুল্ক-কর ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। যদিও এনবিআর এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।