spot_img

১ হাজার শয্যার হাসপাতালে অর্থায়ন করতে সম্মত চীন: স্বাস্থ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

বাংলাদেশে ১ হাজার শয্যার হাসপাতালে অর্থায়ন করতে সম্মত হয়েছে চীন সরকার৷ এই হাসপাতাল রংপুরে হবে— এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। রোববার (১৩ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্পের আশেপাশে হাসপাতালের জন্য জায়গা খোঁজা হচ্ছে। এসময় জুলাই বিপ্লবে আহতদের বিষয়ে উপদেষ্টা জানান, আহতদের প্রত্যেকের নামে স্বাস্থ্য কার্ড করা হচ্ছে। আজীবন বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে তাদের। জুলাই আহতদের ৪০ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে৷ এর মধ্যে চিকিৎসা শেষে ফিরে এসেছে ২৬ জন। আরও ৮ জনকে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাটাবেজে অনুযায়ী জুলাই-আগস্টে -শহীদ হয়েছে ৮ শত ৬৪ জন৷ আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি।

সর্বশেষ সংবাদ

বুধবার থেকে শাবান মাস গণনা শুরু, জানা গেল শবে বরাতের তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ