spot_img

প্রধান উপদেষ্টার চীন সফরে প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে, মত আলোচনা সভায়

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের চীন সফরে আশার চাইতেও বেশি প্রত্যাশা পূরণ হয়েছে। এমন মত উঠে এসেছে ‘বাংলাদেশ-চীন সম্পর্ক পুনর্মূল্যায়ন: প্রধান উপদেষ্টার যুগান্তকারী সফর’ শীর্ষক আলোচনা সভায়।

রোববার (১৩ এপ্রিল) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড গভর্নেন্সের ‘চায়না-সাউথ এশিয়া সেন্টার ফর সোসিওকালচারাল স্টাডিজ (সিএসসিএসএস)’ এ আলোচনার আয়োজন করে।

আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশিদের জন্য চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতির কথাও উঠে আসে।

অপরদিকে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন সমস্যায় বেইজিংয়ের আরও সহায়তা চায় বাংলাদেশ।

এসময় বাংলাদেশিরা চীনের ওপর যে ভরসা রাখে তা পূরণ করতে চীনকে আরও তাগিদ দেয়া দরকার বলেও মন্তব্য করেন বক্তারা।

সর্বশেষ সংবাদ

কাশ্মীর ইস্যু নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির পর এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশ সংঘর্ষ থেকে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ