spot_img

গাজাজুড়ে হামলা বাড়ানোর হুঁশিয়ারি ইসরায়েলের

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েলি সেনাবাহিনী আরও তীব্র হামলা চালাবে। গতকাল শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ করিডর ‘মোরাগ অ্যাক্সিস’ সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ), যার ফলে রাফা এবং খান ইউনিস শহরের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

তিনি বলেন, “এখন আইডিএফ গাজার অন্যান্য অংশেও হামলা বাড়াবে এবং সেসব এলাকার বাসিন্দাদের যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

ইসরায়েলের মতে, চলমান অভিযানের উদ্দেশ্য হামাসের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা গাজায় বন্দি ৫৯ জন জিম্মিকে মুক্তি দেয়। ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী, এদের মধ্যে ২৪ জন এখনও জীবিত রয়েছেন।

গত ১৮ মার্চ জানুয়ারির যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর থেকে ইসরায়েল ফের গাজায় হামাসের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। এর পর থেকে বহু ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন এবং গাজার বিস্তীর্ণ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।

ইসরায়েলের দাবি, তারা ইতোমধ্যে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর একটি বড় অংশ দখল করেছে, যেটি তারা ‘বাফার জোন’ হিসেবে ঘোষণা দিয়েছিল। এখন নতুন করে উত্তর গাজার বেইত হানুন শহর এবং নেতজারিম করিডোর খালি করে সেখানে নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণের প্রস্তুতি চলছে।

কাটজ বলেন, “এই যুদ্ধ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে—হামাসকে সরিয়ে দেওয়া এবং জিম্মিদের মুক্ত করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

সর্বশেষ সংবাদ

ডিএমপির ৫ পুলিশ পরিদর্শককে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি...

এই বিভাগের অন্যান্য সংবাদ