spot_img

বিচারক সংকট ও অবকাঠামো উন্নয়ন অন্তর্বর্তীকালেই সমাধানের আশ্বাস

অবশ্যই পরুন

বিচারক সংকট ও অবকাঠামোগত দুর্বলতা দেশের বিচারব্যবস্থায় একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলেই এসব সংকট নিরসন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে।

শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, প্রতিটি জেলাতেই বিচারক ও এজলাস সংকট বিদ্যমান। আমরা চাই, অন্তর্বর্তী সময়ের মধ্যেই এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করতে। জনগণ যেন সঠিক সময়ে বিচার পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।

পরিদর্শন শেষে তিনি বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে বিচারক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবে করণীয় বিষয়ে আলোচনা হয়।

আইন উপদেষ্টা আরও জানান, সরকার বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও বিকেন্দ্রীকরণে অগ্রাধিকার দিচ্ছে। তাই জেলার বিচারিক কাঠামো ও মানবসম্পদের ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ক্লাব বিশ্বকাপে রেফারির চোখে দেখা যাবে ফুটবল ম্যাচ

প্রথমবারের মতো বড় আকারে আয়োজন হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২ ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। যেখানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ