spot_img

ব্লকবাস্টার ছাড়াই বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা, হার মানিয়েছেন টম ক্রুজ-শাহরুখকে

অবশ্যই পরুন

বিশ্বের ধনী অভিনেতা হতে হলে যে বড়সড় কোনো ব্লকবাস্টার সিনেমার দরকার হয় না, সেটা প্রমাণ করে দিয়েছেন টাইলার পেরি। ২০২৫ সালের ‘ফোর্বস’-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, তিনি এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। অথচ তার কোনো সিনেমা কখনোই বিশাল বক্স অফিস সাফল্য পায়নি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই অভিনেতার সম্পদের বিষয়ে বিস্তারিত উঠে এসেছে।

ফোর্বসের মতে, অভিনেতা, পরিচালক, লেখক ও প্রযোজক টাইলার পেরির মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। এই সম্পদ নিয়ে তিনি পিছনে ফেলেছেন টম ক্রুজ (৮০০ মিলিয়ন), শাহরুখ খান (৭৭০ মিলিয়ন), ডোয়াইন ‘দ্য রক’ জনসন (৭০০ মিলিয়ন) এবং এমনকি জনপ্রিয় কমেডিয়ান জেরি সাইনফেল্ডকেও (১.১ বিলিয়ন)।

টাইলার পেরি মূলত জনপ্রিয় ‘মাদিয়া’ ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচিত। এই ফ্র্যাঞ্চাইজির অধীনে তৈরি হয়েছে একাধিক সিনেমা ও টিভি শো। যদিও এই সিরিজের কোনোটিই বিশ্বজুড়ে বিশাল আয় করেনি, তবুও এর মোট আয় ৬৬০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। টাইলার পেরির সাফল্যের মূল রহস্য তার কনটেন্ট কৌশলে। তিনি নিজেই তার তৈরি সব কনটেন্টের শতভাগ মালিক।

২০১৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন টাইলার পেরি স্টুডিস, যেটা যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় ৩৩০ একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানে রয়েছে ১২টি সাউন্ডস্টেজ এবং এমনকি একটি হোয়াইট হাউজের স্কেল মডেলও। অন্যদিকে, টাইলার পেরি সাত বছর ধরে ওপ্রাহ উইনফ্রের ‘ওয়ন’ টিভি চ্যানেলের জন্য কনটেন্ট তৈরি করেছেন। এরপর ২০১৯ সালে তিনি ভায়াকমের সঙ্গে একটি বড় চুক্তি করেন, যার মাধ্যমে তিনি বিট প্লাস স্ট্রিমিং সার্ভিসের ২৫% মালিকানায় অংশ নেন। এসব কৌশল ও বিনিয়োগই তাকে নিয়ে এসেছে বিলিয়ন ডলারের ক্লাবে।

৩,০০০-এরও বেশি বিলিয়নিয়ারের তালিকায় টাইলার পেরি আছেন যৌথভাবে ২৩৫৬তম স্থানে। জনপ্রিয়তা বা সিনেমার বক্স অফিস হিট নয়, বরং পরিকল্পিত কনটেন্ট মালিকানা ও ব্যবসায়িক দূরদর্শিতাই তাকে নিয়ে এসেছে এই উচ্চতায়।

যেখানে বিশ্বের তাবড় তাবড় তারকারা ব্লকবাস্টার দিয়ে ক্যারিয়ার গড়েন, সেখানে টাইলার পেরি প্রমাণ করলেন—সফলতার সংজ্ঞা একেক জনের জন্য একেক রকম।

সর্বশেষ সংবাদ

সল্ট-কোহলির ব্যাটে তিনে উঠলো বেঙ্গালুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৭৫ রানের সংগ্রহ নিয়ে যে এখন লড়াই করা কঠিন, সেটি আজ আবার টের পাওয়া গেলো।...

এই বিভাগের অন্যান্য সংবাদ