দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের জেরে বহু বছর ধরেই দুই দেশের বিনোদন জগতের তারকাদের অবাধ যাতায়াতে ভাঁটা পড়েছে। এর মাঝেই সম্প্রতি এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলো করাচি।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, করাচির একটি নাইট পার্টিতে হঠাৎই মঞ্চের বিশাল ডিসপ্লেতে উদয় হন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর! তাও আবার নাচতে নাচতে! তবে বাস্তবে কারিনা সেখানে উপস্থিত ছিলেন না—এই “উপস্থিতি” ছিল আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি একটি অ্যানিমেটেড ভিডিওর ফলাফল।
ভিডিওতে দেখা যায়, ডিজের তালে তালে নাচছেন উপস্থিত অতিথিরা, আর সেই সময় ডিসপ্লেতে ভেসে ওঠে কারিনা কাপুরের অ্যানিমেটেড অবয়ব। সেই অ্যানিমেশনটিতে কারিনাকে বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে, বলিউডি স্টাইলে নাচতে দেখা যায়। এই অনন্য অভিজ্ঞতা ঘিরে মুহূর্তেই মেতে ওঠে পার্টি, অনেকেই সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে পোস্ট করেন সামাজিক মাধ্যমে।
সেই পার্টির ভিডিওটি ভাইরাল হতেই পাকিস্তানের দিকে সমালোচনার তীর ছোঁড়ে ভারতীয়রা। তাদের দাবি, করাচির সেই নাইট পার্টিতে ভারতীয় কন্যা তথা কারিনাকে অপমান করা হয়েছে; কারণ, সেই নাচটি ছিল যথেষ্ট কুৎসিত।
আবার কারও কারও দাবি, কৃত্তিম বুদ্ধিমত্তার কী কুৎসিত প্রয়োগ! কারিনা এর চেয়ে দশগুণ সুন্দরী দেখতে, কিন্তু এ আই তা আরও বীভৎস করে তুলেছে।
শুধু তাই নয়, সেই ভিডিওর শুরুতেই স্ক্রিনে একটি লাইন ভেসে ওঠে। যেখানে লেখা- ‘তুমি পাকিস্তানের করাচির রেভ পার্টিতে রয়েছো এবং কারিনা কাপুর তোমার সামনে নাচছেন।’ আনাউন্সমেন্টের পরেই বেজে ওঠে ডিজে গান- নাচতে শুরু করে সেই এ আই কারিনা।
স্বাভাবিকভাবেই ভারতীয় কন্যার অপমানে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সেদেশের নেটিজেনদের মনে। অতঃপর প্রতিবেশী দেশের ওই ডিজেকে কটাক্ষ করতে ছাড়েননি কেউ।