spot_img

বাংলাদেশের জার্সিতে খেলার সবুজ সংকেত দিলেন সামিত সোম

অবশ্যই পরুন

শেষ পর্যন্ত নিজের দেওয়া কথা রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশের জার্সিতে খেলার সবুজ সংকেত দিয়েছেন তিনি।

নিজের শেকড়ের টানে এবং দেশের হয়ে খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সামিত। বর্তমানে তিনি কানাডিয়ান টপ লিগে ব্যস্ত সময় পার করছেন। প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছেন এই মিডফিল্ডার।

আগামী সপ্তাহে সামিতের জন্মসনদ পাওয়ার পরই শুরু হবে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। যেহেতু তিনি এর আগে কানাডার জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন, তাই কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের পাশাপাশি ফিফা প্লেয়ার্স কমিটির ছাড়পত্রও প্রয়োজন হবে বাংলাদেশের হয়ে খেলতে।

যেহেতু পাসপোর্ট এবং ছাড়পত্র পাওয়ার কাজটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তাই জুন উইন্ডোতে সামিতের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে প্রক্রিয়া যত জটিলই হোক, যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, যা বললেন অপু

একদিকে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব-বীর-বুবলী। অন্যদিকে, ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। গতকাল রোববার (৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ