spot_img

অর্থনীতিতে আমরা স্বস্তির দিকে যাচ্ছি: গভর্নর

অবশ্যই পরুন

অর্থনীতিতে সামগ্রিকভাবে আমরা স্বস্তির দিকে যাচ্ছি। এখন লক্ষ্য হলো মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা। সার্বিকভাবে মূল্যস্ফীতি কমে আসলেও তা সন্তোষজনক নয়— এমনটা মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, দেশে রেমিটেন্স ২৬ থেকে ২৭ শতাংশ হারে বাড়ছে। রিজার্ভও এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে। দেশে আগামী চার মাসের রিজার্ভ রয়েছে। পাশাপাশি দেশের রফতানিও আগের তুলনায় বেড়েছে। তাই দেশ আর্থিক স্বস্তির মধ্যে আছে।

পাচারের টাকা প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে কোথায় কিভাবে কার সম্পদ আছে? তা নিরূপণ ও অর্থ ফিরিয়ে আনার কাজ চলছে। বিষয়টি নিয়ে বিদেশী সংস্থার সাথে কাজ চলছে। কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা পাচার করেছে। আগামী ৬ মাসের মধ্যে কয়েকটি দেশে থাকা তাদের সম্পদ জব্দ করা সরকারের লক্ষ্য। এসব অর্থ ফিরিয়ে আনতে এক বছরেরও বেশী সময় লাগবে। কারণ প্রক্রিয়াটি বেশ জটিল।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক দলের ৫ নেতাসহ ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ