spot_img

নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে। শহরের লোয়ার ম্যানহাটনের কাছে হাডসন নদীতে পর্যটকবাহী ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

‘নিউইয়র্ক হেলিকপ্টারস’ নামক একটি সংস্থা এই হেলিকপ্টারটি পরিচালনা করত। ম্যানহাটনের ডাউনটাউন স্কাইপোর্ট থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটি।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনের পাঁচজন নাগরিকের পাশাপাশি ষষ্ঠ আরোহী ছিলেন পাইলট। তিনি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা শোকাহত পরিবারগুলোর সঙ্গে রয়েছি।

হেলিকপ্টারে একজন পাইলট ছাড়াও ছিলেন দুই প্রাপ্তবয়স্ক ও তিন শিশু। ওই পাঁচ যাত্রী স্পেন থেকে আমেরিকা ভ্রমণে যাওয়া একই পরিবারের সদস্য ছিলেন।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে এবং তারপর হাডসন নদীতে পড়ে যায়। নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হেলিকপ্টারটি প্রায় ১৬ মিনিট ধরে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়।

সর্বশেষ সংবাদ

ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক

অস্ট্রেলিয়ার ২০‌১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা বর্তমান ধারাভাষ্যকার মাইকেল ক্লার্ক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন ত্বকের...

এই বিভাগের অন্যান্য সংবাদ