দক্ষিণি জনপ্রিয় অভিনেতা রাম চরণের সঙ্গে প্রতি সপ্তাহে একদিন ডেট নাইটে যান বলে জানিয়েছেন তার স্ত্রী উপাসনা কামিনেনি কোনিদেলা। সম্প্রতি দ্য মাসুম মিনাওয়ালা শো-তে নিজেদের দাম্পত্য সম্পর্ক ও মজবুত পার্টনারশিপের রহস্য নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।
কথোপকথনে উপাসনা ব্যাখ্যা করেন- কীভাবে পারস্পরিক সম্মান, সহানুভূতি এবং যোগাযোগ তাদের সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে।
রাম চরণ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, তিনি (রাম চরণ) একজন আত্মবিশ্বাসী পুরুষ— শুধুমাত্র একজন সত্যিকারের আত্মবিশ্বাসী মানুষই একজন নারীকে আরও এগিয়ে যেতে উৎসাহ দিতে পারে। আর ঠিক সেটাই তিনি আমার জন্য করেন, যেটার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমি তার জন্যও একই কাজ করবো।
তার মতে, আমাদের সম্পর্কের সিক্রেট সস হলো—উত্থান-পতনের মধ্যেও একে অপরের পাশে থাকা। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, এক সঙ্গে মানসম্পন্ন সময় কাটানো অত্যন্ত জরুরি। আমার মা সবসময় বলতেন, সপ্তাহে একদিন ডেট নাইট রাখা উচিত। তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন বুঝি এটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা এটা বাস্তবায়ন করতে চেষ্টা করি।
উল্লেখ্য, ২০২৩ সালে কন্যাসন্তান ক্লিন কারার আগমনের পর, এই দম্পতি নিজেদের সম্পর্ককে কেবল গ্ল্যামারে সীমাবদ্ধ না রেখে, গভীর বিশ্বাস, উদ্দেশ্যমূলক জীবন ও পারস্পরিক সহানুভূতির মাধ্যমে পরিচালিত করে চলেছেন।
সূত্র : বলিউড হ্যাঙ্গামা