spot_img

গাজা যুদ্ধ অবসানে ইসরায়েলের সাবেক-বর্তমান সৈনিকদের চিঠি, যা বললেন নেতানিয়াহু

অবশ্যই পরুন

গাজা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে দখলদার ইসরায়েলের প্রায় ১ হাজার বর্তমান ও সাবেক রিজার্ভ সৈনিকের স্বাক্ষরিত এক চিঠি দেশজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ এরইমধ্যে ঘোষণা দিয়েছেন, চিঠিতে স্বাক্ষরকারীদের বাহিনী থেকে বরখাস্ত করা হবে। এরপর দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিষয়টিকে আরও একধাপ এগিয়ে ‘চরমপন্থী প্রান্তিক গোষ্ঠী’ বলে আখ্যা দিয়েছেন। খবর আল জাজিরার

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘এই কোলাহলপূর্ণ প্রান্তিক গোষ্ঠীর একমাত্র উদ্দেশ্য হলো সরকার পতনের চক্রান্ত। তারা সেনাবাহিনীর প্রকৃত যোদ্ধাদের বা সাধারণ জনমতকে প্রতিনিধিত্ব করে না।’

তিনি আরও বলেন, ‘আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) লড়ছে – এবং আমরা সবাই তার পাশে আছি।’ নেতানিয়াহুর অফিস থেকে প্রকাশিত এই বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ওই চিঠিতে সরাসরি সেনা সেবার বিরুদ্ধে কোনো আহ্বান ছিল না। বরং এটি ইসরায়েলি কর্তৃপক্ষকে আহ্বান জানায় গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে আটককৃতদের মুক্তিকে অগ্রাধিকার দিতে।

চিঠিতে বলা হয়, ‘বর্তমান যুদ্ধ মূলত রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে, নিরাপত্তা স্বার্থে নয়।’

চিঠির পর দেশজুড়ে বিভিন্ন মতবিরোধ সামনে এসেছে। একপক্ষ বলছে, গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মানবিক বিপর্যয় বাড়ছে এবং এটাই এখন বন্ধ করা জরুরি। অন্যদিকে, সরকারের ঘনিষ্ঠ মহল ও নেতানিয়াহু প্রশাসন এটিকে ‘রাষ্ট্রবিরোধী প্রচেষ্টা’ হিসেবে দেখছে।

সর্বশেষ সংবাদ

আমেরিকার ভিসা নিয়ে দুঃসংবাদ, ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি

গাজা উপত্যকায় ২০০৭ সালের ১ জানুয়ারির পর যাওয়া সব মার্কিন ভিসা আবেদনকারীর জন্য সোশ্যাল মিডিয়া যাচাই বাধ্যতামূলক করেছে ট্রাম্প...

এই বিভাগের অন্যান্য সংবাদ