ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ ঘিরে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেটপাড়ায়। গত ৯ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শেষ মুহূর্তে শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বিরের বিতর্কিত আউট নিয়ে উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ।
মিনহাজুলের সেই স্ট্যাম্প আউটের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উইকেটরক্ষক প্রথম প্রচেষ্টায় স্ট্যাম্প ভাঙতে ব্যর্থ হলেও, সাব্বির ব্যাট পপিং ক্রিজে রাখেননি বরং ভাসিয়ে রেখেছিলেন, যেন ইচ্ছাকৃতভাবে আউট হন। পরে উইকেটরক্ষক দ্বিতীয়বার স্ট্যাম্প ভেঙে দেন, এবং জয় তুলে নেয় গুলশান।
ম্যাচটির প্রেক্ষাপটও সন্দেহের জন্ম দিয়েছে। শাইনপুকুর যেখানে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, সেখানে এমন একটি আউট দলের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, অবনমনের শঙ্কায় থাকা শাইনপুকুর ইচ্ছাকৃতভাবেই ম্যাচ ছেড়ে দিল কি না, আর নবাগত গুলশানকে সুপার লিগে ওঠাতে সহায়তা করা হলো কি না।
এ ঘটনার জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা ঘটনাটি আমলে নিয়েছে এবং তদন্ত শুরু করেছে। বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট এবং লিগের টেকনিক্যাল কমিটি এ বিষয়ে কাজ করছে।
বিসিবির বিবৃতিতে বলা হয়, বিসিবি সবসময়ই ক্রিকেটে নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রাখার পক্ষে। খেলাকে কলুষিত করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে। এছাড়া, তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছে বোর্ড।