spot_img

ক্ষমতায় থাকুক বা না থাকুক মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন

অবশ্যই পরুন

বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক মানবতার সেবার মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ কথা বলেন তিনি।

এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়েও সম্প্রতি জুলহাস মোল্লা ‘আলট্রা লাইট-আরসি’ মডেলের একটি বিমান তৈরি করে দেশ -বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এ কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গত ৫ মার্চ জুলহাস মোল্লাকে আর্থিক সহায়তা পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ আবারও জুলহাসের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেয়া হয়। এসময়, সালাহউদ্দিন আহমদ দেশবাসীকে দেশের মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সম্পদ উল্লেখ করে সবাইকে তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

নির্বাচনের জন্য কাগজ লাগবে এক লাখ ৭০ হাজার রিম, ব্যয় ৩৫ কোটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রায় এক লাখ ৭০ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ