spot_img

শি জিনপিং খুবই বুদ্ধিমান, আমাদের এমন অস্ত্র আছে যা কেউ জানেই না: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় শুল্কের বিষয়ে বিবেচনা করবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ হবে সবচেয়ে লাভজনক বিনিয়োগ। শি জিনপিং খুবই বুদ্ধিমান। তিনি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন। আর শেষ পর্যন্ত আমাদের মধ্যে খুব ভালো একটি চুক্তি হবে।

চীনা প্রেসিডেন্টের প্রসঙ্গ ছেড়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের এমন সব অস্ত্র আছে, যেগুলোর কথা কেউ জানেই না। এরপর আবার শি জিনপিংয়ের প্রশংসায় ফেরেন।

বুধবার (৯ এপ্রিল) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, শি একজন দূরদর্শী নেতা, যিনি জানেন কোন মুহূর্তে কী পদক্ষেপ নিতে হয়। তার মধ্যে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। এক সময় আমাদের মধ্যে ফোনালাপ হবেই, আর তারপর শুরু হবে নতুন করে আলোচনার দৌড়।

এর আগে চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন বাস্তবায়ন স্থগিত

ভারতের বিতর্কিত সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (১৬ এপ্রিল) আইনটির বিরুদ্ধে করা ৭৩টি পিটিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ