spot_img

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক কত?

অবশ্যই পরুন

ঈদুল ফিতরে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৭১ সিনেমা হলে মুক্তি পেয়েছে ঈদের হাফ ডজন সিনেমা। তবে সারাদেশে একচেটিয়া রাজত্ব করছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’।

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন দাবি করেছে, ঈদে মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।

এদিকে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় দেশের একটি বেসরকারি টেলিভিশনে দাবি করেছে, ‘বরবাদ’ সিনেমার জন্য চিত্রনায়ক শাকিব খান এক কোটি ২০ লাখ টাকা পরিশ্রমিক নিয়েছেন।

অনুষ্ঠানে পরিচালক আরও দাবি করেছেন, সিনেমার বাজেট ১৫-১৬ কোটি টাকা।

বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল। যা ২০২৫ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

সর্বশেষ সংবাদ

অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন

সোশ্যাল মিডিয়ার ইতিহাসে অন্যতম আলোচিত ফিচার অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বহু বছরের প্রতীক্ষার পর ফেসবুক তাদের মোবাইল অ্যাপে...

এই বিভাগের অন্যান্য সংবাদ