spot_img

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি

অবশ্যই পরুন

গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার, বিচারের আগ পর্যন্ত দলটির নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয়ে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচনের আগেই আওয়মী লীগের বিচারের কাজ দৃশ্যমান করা এবং দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার বিষয়েও একমত পোষণ করেছে হেফাজত ও এনসিপি। এছাড়া, ক্ষমতাচ্যূত আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে হওয়া মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে তারা একমত পোষণ করেছে।

আজ বুধবার (৯ এপ্রিল) সকালে এনসিপির অস্থায়ী কার্যালয়ে হেফাজতের সাথে দলটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাতে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার নিয়েও দুই দলের মধ্যে আলোচনা হয়।

বৈঠক শেষে এনসিপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেই বলা হয়, দল দুইটি চারটি বিষয়ে একমত পোষণ করেছে।

সর্বশেষ সংবাদ

ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন বাস্তবায়ন স্থগিত

ভারতের বিতর্কিত সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (১৬ এপ্রিল) আইনটির বিরুদ্ধে করা ৭৩টি পিটিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ