spot_img

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি

অবশ্যই পরুন

গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার, বিচারের আগ পর্যন্ত দলটির নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয়ে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচনের আগেই আওয়মী লীগের বিচারের কাজ দৃশ্যমান করা এবং দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার বিষয়েও একমত পোষণ করেছে হেফাজত ও এনসিপি। এছাড়া, ক্ষমতাচ্যূত আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে হওয়া মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে তারা একমত পোষণ করেছে।

আজ বুধবার (৯ এপ্রিল) সকালে এনসিপির অস্থায়ী কার্যালয়ে হেফাজতের সাথে দলটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাতে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার নিয়েও দুই দলের মধ্যে আলোচনা হয়।

বৈঠক শেষে এনসিপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেই বলা হয়, দল দুইটি চারটি বিষয়ে একমত পোষণ করেছে।

সর্বশেষ সংবাদ

৫ রানে ৭ উইকেট খুইয়ে অবিশ্বাস্য হার বাংলাদেশের

কলম্বোর মাঠে ৩০০ বলে ২৪৫ রান তাড়ায় বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছিল বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান করে ছন্দে ছিল টাইগারা। কিন্তু...

এই বিভাগের অন্যান্য সংবাদ