spot_img

‘আইপিএল নয়, পিএসএল দেখবেন দর্শকরা’

অবশ্যই পরুন

বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যত আসর আছে, তার মধ্যে সবচেয়ে বড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ— আইপিএল। ক্রিকেট বিশ্বের বড় বড় তারকাদের দেখা যায় এখানে দুর্দান্ত পারফর্ম করতে। ব্যাট-বলের লড়াই ছাড়াও বড় পরিসর এমনকি বাণিজ্যিক দৃষ্টিকোণেও এই লিগ বিশ্বের প্রথম সারিতেই থাকবে। তবে চলতি মৌসুমে আইপিএলের একটি নির্দিষ্ট সময়ে সমান্তরালে চলবে পাকিস্তান সুপার লিগও। এটিও টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম আলোচিত এক ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আসর। তবে এবার দুই লিগের তুলনা টানলেন পাকিস্তানি পেসার হাসান আলি। বললেন, পিএসএলে দর্শকনন্দিত ভালো খেলা উপহার দিলে, মানুষ আইপিএল ছেড়ে পিএসএলই দেখবে।

করাচি কিংসের এ পেসার মনে করেন, দর্শকরা আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ভালো খেলতে হবে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দর্শকরা সেই টুর্নামেন্টই দেখে যেখানে ভালো ক্রিকেটের সঙ্গে বিনোদন থাকে। আমরা যদি পিএসএলে ভালো খেলি, দর্শকরা আইপিএল ছেড়ে আমাদের খেলা দেখবেন।

বছর দুয়েক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি দাবি করেছিলেন, পিএসএল ১৫ কোটি মানুষ দেখেছিলেন।যেখানে সব ধরনের মাধ্যমে আইপিএল দেখেছিল ১৩ কোটি মানুষ। তবে দুঃখজনকভাবে তারপর থেকে আইপিএল অনেকটাই ছাড়িয়ে গেছে পিএসএলকে এবং এখনো সেই ব্যবধান রয়েছে।

তবে হাসান আলির দাবি যথার্থ হতে পারে বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে। আইপিএলের চলতি মৌসুমে কোনো বাংলাদেশি তারকা খেলছেন না। অন্যদিকে পিএসএলে তিনজন- লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা খেলবেন ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে। যে কারণে খুব স্বাভাবিকভাবেই আইপিএল ছেড়ে পিএসএলে ঝোঁক তৈরি হবে বাংলাদেশি দর্শকদের। লিটন খেলবেন করাচি কিংসের জার্সি গায়ে, রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে আর নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলবেন।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ইসলামাবাদ-লাহোর ম্যাচ দিয়ে পর্দা উঠবে পিএসএলের ১০ম আসরের। টুর্নামেন্টটির বর্তমান ও সর্বাধিকবার চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেড, যারা ৩বার শিরোপা ঘরে তুলেছে।

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ