spot_img

হজযাত্রীদের চিকিৎসায় ২০০ চিকিৎসক-নার্সকে নেয়া হচ্ছে সৌদি আরবে

অবশ্যই পরুন

এ বছর হজযাত্রীদের চিকিৎসায় ওষুধসহ ২০০ চিকিৎসক-নার্সকে সৌদি আরবে নেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। হজ ব্যবস্থাপনায় গাফেলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। হজ যাত্রীদের জন্য এখনো বাড়ি ভাড়া ও পরিবহন ঠিক না করায় ৯টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এবার হজযাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে ২০০ চিকিৎসক-নার্স ও ১ কোটি টাকার ওষুধ নেয়া হচ্ছে।

চলতি বছর হজে যেতে ৫ হাজার ২০০ জন সরকারিভাবে নিবন্ধন করেছেন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮১ হাজার ৯০০ জন। তবে হজ এজেন্সিগুলোর অবহেলার কারণে ১০ হাজার ৪৮৭ জনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় এসব এজেন্সিকে সমস্যার সমাধানে ইতোমধ্যে বেশ কয়েকবার তাগাদাও দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন বাস্তবায়ন স্থগিত

ভারতের বিতর্কিত সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার (১৬ এপ্রিল) আইনটির বিরুদ্ধে করা ৭৩টি পিটিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ