spot_img

রাষ্ট্রের টাকায় মুজিববর্ষ ও ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ, তদন্তে কমিটি

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন এবং শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগ তদন্ত করতে একটি ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ এপ্রিল) দুদকে অভিযোগ জমা দিতে এসে সাংবাদিকদের এসব জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি জানান, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সম্রাজ্য গড়ে তোলেন, অনেকে আবার হয়রানির স্বীকারও হয়েছেন।

জানা গেছে, তদন্ত কমিটির মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে। এর আগে অভিযোগ ওঠে, এই বিশাল পরিমাণ অর্থ ব্যয়ে অনুষ্ঠান ও স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রক্রিয়ায় সরকারি অর্থের অপব্যবহার হয়েছে। বিশেষত, শেখ মুজিবুর রহমানের জীবন ও অবদানকে স্মরণ করতে নির্মিত ম্যুরালগুলো এবং মুজিববর্ষের বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর ব্যাপক ব্যয় এবং সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এসময় হাসনাত বলেন, ‘আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা অতি গোপনীয়।’

সর্বশেষ সংবাদ

যা কিছু হোক, নির্বাচনে দেরি হবে না: প্রেস সচিব

বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৩১...

এই বিভাগের অন্যান্য সংবাদ