spot_img

ইউক্রেনে যুদ্ধরত ২ চীনা নাগরিক আটকের দাবি জেলেনস্কির

অবশ্যই পরুন

পূর্ব ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধরত দুই চীনা নাগরিককে আটক করেছে কিয়েভ। মঙ্গলবার (৮ এপ্রিল) সামাজিক মাধ্যম এক্স- এ এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

জেলেনস্কি অভিযুক্তদের একটি ভিডিও পোস্ট করে বলেন, কিয়েভের কাছে আরও অনেক চীনা নাগরিক লড়াই করছে এমন তথ্যও আছে। কিন্তু তারা বেইজিংয়ের নির্দেশে কাজ করছে কিনা এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলেননি তিনি।

ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে এসে চীনা নাগরিকদের আটক হওয়ার কথা এই প্রথম প্রকাশ্যে আসে। তবে এ সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সদস্য ‘আন্দ্রি কোভালেঙ্কো’ আটক চীনা নাগরিকদের ভাড়াটে যোদ্ধা বলে অভিহিত করেছেন। তবে এর বেশি তথ্য তিনিও দেননি।

অপরদিকে পিয়ংইয়ংয়ের সৈন্যদের রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য মোতায়েন করা হয়েছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি।

তিনি বলেন, কোরীয় সৈন্যরা রাশিয়া থেকে যুদ্ধ করলেও চীনা যোদ্ধারা ইউক্রেনের ভেতরে এসে লড়াই করছে। তবে রাশিয়া এখনও চীনা নাগরিকদের সম্পর্কে জেলেনস্কির দাবির বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

অপরদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ইউক্রেনে আটক চীনা নাগরিকদের প্রতিবেদনগুলি উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।

এর আগে রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকেই ইরানি ড্রোনের পাশাপাশি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ব্যবহার করছে। তবে এবার চীনা নাগরিকদের সরাসরি যুক্ত থাকা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে পুতিন দ্রুত যুদ্ধ শেষ করা ছাড়া অন্য কিছু চিন্তা করছেন না।

সর্বশেষ সংবাদ

পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে: সৈয়দা রিজওয়ানা

পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ