রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় সেনাবাহিনীর সফল অভিযানে ‘কাবজি কাটা আনোয়ার’ চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় অপরাধীদের সম্ভাব্য উপস্থিতির খবর পেয়ে মোহাম্মদপুরের বসিলা সেনা ক্যাম্প থেকে একটি চৌকশ সেনাদল অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ২টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে সংশ্লিষ্ট একটি বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হয় এবং চক্রের ছয়জন সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আকাশ ও মাসুদ নামে দুই ব্যক্তি আদাবর থানার মামলা নম্বর ১৯১(৫)/১ অনুযায়ী হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত। বাকিরাও এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে এলাকাজুড়ে আরও একটি সার্চ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সব অপরাধীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রসহ আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান রাজধানীতে চলমান থাকবে বলে মোহাম্মদপুর সেনাবাহিনী জানায়।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে আছে কবজি কাটা আনোয়ার।