spot_img

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিদের উচ্ছেদ সমর্থন করেন না ম্যাক্রো

অবশ্যই পরুন

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, তিনি শক্তভাবে গাজা ও ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরোধী করেন। সোমবার (৭ এপ্রিল) কায়রো সফরে গিয়ে তিনি এ কথা বলেন। খবর আরব নিউজ

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকের পর ম্যাক্রো বলেন, ‘যে কোনো উচ্ছেদ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এই অঞ্চলে বিশেষ করে ইসরায়েলসহ নিরাপত্তার হুমকি তৈরি করে।’

এর আগে রোববার ম্যাক্রো কায়রো পৌঁছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন। সোমবার ম্যাক্রো, আল সিসি এবং জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নতুন আগ্রাসনের বিষয়ে আলোচনা করা হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ফ্রান্সের এই নেতা মিশরের এল আরিশ বন্দর পরিদর্শন করবেন। যেটি গাজার কাছে অবস্থিত। মূলত এ অঞ্চলে মানবিক সংকট স্বচখে দেখার জন্য ম্যাক্রো সেখানে যাবেন। ৪৮ ঘণ্টা সফরের মধ্যে ম্যাক্রো এবং আল সিসির মধ্যে একটি নৈশ্য ভোজের আয়োজনও করা হয়েছে।

মিশরের এল আরিশ বন্দর গাজা উপত্যকার ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এই বন্দর দিয়ে আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা গাজায় পৌঁছানো হয়।

সর্বশেষ সংবাদ

সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠক, সামরিক হামলার ‘সবুজ সংকেত’ দিলেন মোদি

জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে দেশটির তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান,...

এই বিভাগের অন্যান্য সংবাদ