শোবিজের জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন দীর্ঘদিন চুপিসারে প্রেম করার পর অবশেষে একে অপরকে জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন। গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকার উত্তরায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগ্মাধ্যমে তাদের বিয়ের ছবি সামনে আসতে অনেকেই নাটকের শুটিং এর দৃশ্য ভাবলেও পরে জামিল নিজেই বিষয়টি স্পষ্ট করেন। বিয়ের পর জামিল তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে স্ত্রী মুনের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ।”
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দুই অভিনয়শিল্পীর বিয়ের খবর প্রকাশ করেন অভিনেত্রী মনিরা মিঠু। ফেসবুকে জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও আপলোড করেন তিনি। এই জুটির বিয়ের খবর প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়া ভরে গেছে শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায়। বিয়ের অনুষ্ঠানে তাদের বন্ধু, সহকর্মী ও শিল্পী বন্ধুরা উপস্থিত থেকে নবদম্পতিকে শুভকামনা জানান। অভিনেত্রী শাহনাজ খুশি, জিনাত শানু সহ অনেকেই জামিল ও মুনকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, ঈদের পর শোবিজ অঙ্গনে বিয়ের ধুম লেগেছে। এর আগে ছোট পর্দার জনপ্রিয় মুখ শামীম হাসান সরকার বিয়ে করেছেন। এরপর কনটেন্ট ক্রিয়েটর রাবা খান ও সংগীতশিল্পী আরাফাত মহসিনও বিয়ের পিঁড়িতে বসেছেন। জামিল ও মুনের বিয়ের খবরও তুমুল আলোচনায় আসে।
বিয়ের পর জামিল তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে স্ত্রী মুনের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ।”
প্রসঙ্গত, জামিল হোসেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এ অংশগ্রহণের মাধ্যমে জনপ্রিয়তা পান। তার পর থেকেই ছোট পর্দায় তার অভিনীত নাটকগুলো দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অপরদিকে, মুনমুন আহমেদ মুন শোবিজে তার ক্যারিয়ার শুরু করেন বিজ্ঞাপনে মডেল হিসেবে। তারপর টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের স্থান পাকা করেন।