সম্প্রতি পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করে ওই সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে। তাইওয়ানও এর ব্যতিক্রম নয়। তবে শুল্কের কবলে পড়লেও যুক্তরাষ্ট্রে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তাইওয়ান। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জাপান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেশটির ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়া হয়েছে। যদিও সেমিকন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ পণ্য গুলোকে শুল্ক থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তবে ট্রাম্পের শুল্ক নীতির সম্মুখীন হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আরও বৃদ্ধি করার ইচ্ছা পোষণ করেছে তাইওয়ান। স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং বলেন, যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে না তাইওয়ান। উল্টো দেশটির কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধি করবে।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষ চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। লাই চিং বলেন, সম্প্রতি ওই কোম্পানি যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছে।