ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। রাজধানী সানা ও সাদাসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। সাদায় হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছে এবং নয়জন আহত হয়েছে বলে দাবি করেছে হুতি। খবর বার্তা সংস্থা এপির।
এদিকে, ইয়েমেনে হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ওয়াশিংটন। ফুটেজে দেখা যায়, বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করছে একের পর এক যুদ্ধবিমান।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। হুতির বক্তব্য অনুযায়ী, এ পর্যন্ত মার্কিন হামলায় ৬৯ জনের প্রাণহানি ঘটেছে।