spot_img

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক

অবশ্যই পরুন

বাংলাদেশে ব্যবসা করার জন্য যুক্তরাষ্ট্রের স্টারলিংককে অনুমোদন দিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামীকাল সোমবার পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর। সে উপলক্ষে রোববার (৬ এপ্রিল) এক ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সরকারের পক্ষ থেকে ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেয়া হয়েছে।

তিনি আরও জানান, স্টারলিংক পরিচালনার জন্য যে এনজিএসও লাইসেন্সের প্রয়োজন, স্টারলিংকের আজ আবেদন করার কথা রয়েছে। নিয়ম মেনে করলে বিডা তাদের আবেদন অনুমোদন দেবে। এতে বাংলাদেশে তাদের ব্যবসা করার জন্য কোনো বাধা থাকবে না।

সম্মেলন নিয়ে তিনি বলেন, অনেক বিনিয়োগকারী ইতোমধ্যে দেশে চলে এসেছেন। প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর কথা শুনবেন।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আরও জানান, সম্মেলনে দেশি কোম্পানির পাশাপাশি বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবে। এর মধ্যে আছে জারা, জিওডানো, স্যামসাং এর মতো বড় বড় কোম্পানিও। তবে মার্কিন ধনকুবের এলন মাস্ক এই সম্মেলনে আসছেন না।

সর্বশেষ সংবাদ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, নেই তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ