spot_img

বিনিয়োগ সম্মেলন কাল, হবে গুরুত্বপূর্ণ চুক্তি

অবশ্যই পরুন

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫। সম্মেলনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ।রোববার (৬ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনেক বিনিয়োগকারী ইতোমধ্যে দেশে চলে এসেছেন। প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর কথা শুনবেন।

আশিক মাহমুদ বিন হারুন জানান, সোমবার (৭ এপ্রিল) থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী সম্মেলনে আয়োজক বাংলাদেশসহ অর্ধশতাধিক দেশের সাড়ে পাঁচ শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশ নেবেন। আগামী ৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেবেন। সম্মেলন অনুষ্ঠানটি ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের ইন্টারভিউ নিতে মিডিয়া কর্নার থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি আরও জানান, সম্মেলনে নাসার সাথে চুক্তি হবে, আইএলওর সাথে শ্রম বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করা হবে। নন মিলিটারি ইস্যু নিয়ে নাসার সাথে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করা হবে। এ সম্মেলনে ৫ জন বিনিয়োগকারীকে সম্মানিত করা হবে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান।

সর্বশেষ সংবাদ

ঈদে সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন মারা গেছেন: রোড সেফটি ফাউন্ডেশন

এবারের ঈদযাত্রায় দেশে ২৫৭টি সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ