spot_img

বয়সের পার্থক্য ২৫ বছর হওয়াতেই কি সংসার ভাঙল তারকা দম্পতির

অবশ্যই পরুন

ফের টলিপাড়ায় ভাঙনের সুর। সংসার ভাঙল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পৃথা চক্রবর্তীর। শনিবার পৃথা নিজেই সেই খবর শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুকে দেওয়া এক পোস্ট অভিনেত্রী লেখেন, ‘আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ পথে হাঁটলাম। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব।’

ভালোবেসে একে-অপরের হাত ধরেছিলেন এই জুটি। দুজনের বয়সের পার্থক্য প্রায় ২৫ বছরের। তবুও বয়স বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি দুজনের সম্পর্কে।

শোনা যায়, পৃথার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম প্রেমের প্রস্তাব। নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ। সেখান থেকেই পরিচয়। এরপরই শুরু হয় নতুন করে পথচলা।

পৃথাকে বিয়ের আগে দামিণী বসুকে বিয়ে করেছিলেন সঙ্গে ছিলেন সুদীপ। সেই সংসারে একটি কন্য়া সন্তানও ছিল তার। ২০১৩ সালে দাম্পত্য সম্পর্কে ইতি টানেন এই দম্পতি। এরপর ২০১৫ সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা।

তাদের সেই সংসারে জন্ম নেয় আরও একটি সন্তান। দুই সন্তান নিয়েই চলছিল এই দম্পতির সংসারজীবনের দারুণ সময়।

তবে বিয়ের বয়স ১০ বছর হওয়ার আগেই সেই সংসারে ছেদ পড়ল। আলাদা হয়ে গেলেন দুজন। কি কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন এই দম্পতি সেটা অবশ্য স্পষ্ট করেননি দুজনের কেউই।

সর্বশেষ সংবাদ

গাজা থেকে ইসরায়েলে একের পর এক রকেট ছুড়ল ফিলিস্তিনি যোদ্ধারা

গাজা থেকে প্রায় ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এসব রকেটের হামলায় ইসরায়েলের আশকেলন এবং গ্যান ইয়াভনে কিছু...

এই বিভাগের অন্যান্য সংবাদ