spot_img

গাজায় ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি হামলা, ভিডিও প্রকাশ

অবশ্যই পরুন

গত মাসে গাজায় ১৫ জন ত্রাণকর্মী নিহত হওয়ার মুহূর্তের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা তাদের ওপর গুলি চালানোর সময় অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িতে লাল বাতি দৃশ্যমান ছিল। তবে, লাল বাতি দৃশ্যমান হওয়া সত্ত্বেও গুলি চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, ভিডিওটি একজন স্বাস্থ্যকর্মীর ফোন থেকে পাওয়া গেছে, যিনি নিহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুরুতে গাড়িগুলোর হেডলাইট বা জরুরি সংকেত জ্বালানোর বিষয়টি অস্বীকার করে। আইডিএফ বলেছে, তাদের সৈন্যরা হেডলাইট বা জরুরি সংকেত ছাড়াই চলাচল করা ‘সন্দেহজনক’ যানবাহনের ওপর গুলি চালিয়েছিল।

কিন্তু পিআরসিএসের হাতে আসা এবং স্কাই নিউজের যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, অ্যাম্বুলেন্স ও একটি দমকলের গাড়িতে লাল বাতি জ্বলছে। নতুন ভিডিওর প্রতিক্রিয়ায় আইডিএফ বিবিসিকে বলেছে, ‘ঘটনা সম্পর্কে প্রচারিত নথিপত্রসহ সব দাবি যথাযথভাবে পরীক্ষা করা হবে। যাতে ঘটনার ধারবাহিকতা ও পরিস্থিতি বোঝা যায়।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে নিহত ২, দাবি হুতিদের

ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। রাজধানী সানা ও সাদাসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। সাদায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ