প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ইতিবাচকভাবে দেখছি। এই দুই সরকার প্রধানের আলোচনা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে ভোলায় নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার। আমরা সবাই এই সরকারকে সহযোগীতা করছি। যাতে সরকার কোনভাবেই ব্যর্থ না হয়।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। এক্ষেত্রে প্রায়োজনীয় সংস্কারগুলো হবে, আর যেগুলো হবে না সেগুলো নির্বাচিত সরকার করবেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করবে সেগুলো এখনও নিশ্চিত হয়নি। সংস্কারের ওপর আগামীতে অনেক কিছুই নির্ভর করবে। এ সময় নির্বাচনে জন্য বিজেপিকে গোছানো প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।