spot_img

কানাডায় ভারতীয় নাগরিককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

অবশ্যই পরুন

কানাডার অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় এক ভারতীয় নাগরিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৫ এপ্রিল) সকালে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস এ বিষয়টি নিশ্চিত করেছে।

তবে, ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবারকে তারা সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে।

একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ভারতীয় দূতাবাস জানায়, ছুরিকাঘাতের কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

কানাডার পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। দূতাবাস আরো জানায়, তারা স্থানীয় সমিতির মাধ্যমে শোকাহত পরিবারের সদস্যদের সাথে নিবিড় যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

ওন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার কিছু আগে অটোয়ার পূর্বে, লালন্ডে স্ট্রিটের কাছাকাছি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

এদিকে, সিবিসি নিউজ জানায়, রকল্যান্ড এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তবে, ভারতীয় দূতাবাসের উল্লেখ করা হত্যাকাণ্ডটি ক্লারেন্স-রকল্যান্ড এলাকার ঘটনার সাথে সম্পর্কিত কিনা, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ

এবার ভক্তদের যে সুখবর দিলেন হামজা

প্রতিবার বিশ্বকাপ এলে বোঝা যায় বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ধারণ করে। মূলত পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়েই ফুটবল নেশায় ডুবে থাকেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ