spot_img

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত ১৮

অবশ্যই পরুন

ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রাণ গেছে ৯ শিশুসহ অন্তত ১৮ জনের। আহত হয়েছেন অর্ধশতাধিক। খবর রয়টার্সের।

শুক্রবার (৪ এপ্রিল) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহ-তে চালানো হয় রক্তক্ষয়ী এই অভিযান। কিয়েভের দাবি, ওইদিন সন্ধ্যায় আবাসিক এলাকায় ছোড়া হয় ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল, যার মধ্যে ছিল ক্লাস্টার ওয়ারহেড। অন্তত চারটি স্থানে হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পাঁচটি ভবন। ১০তলা একটি ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়েছে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছে তিন মাস বয়সী একটি শিশুও।

অন্যদিকে মস্কো দাবি করেছে, তারা সামরিক অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তাদের দাবি, ইউক্রেনীয় ইউনিট কমান্ডারদের সঙ্গে পশ্চিমা প্রশিক্ষকদের একটি গোপন বৈঠক চলছিল সেখানে।

সর্বশেষ সংবাদ

রোনালদোর জোড়া গোলে আল হিলালকে হারালো আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের ম্যাচে সৌদি লিগে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিকে বুন্দেসলিগায় জয় পেয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ