spot_img

বড় দুঃসংবাদ পেলেন মেসির দেহরক্ষী

অবশ্যই পরুন

ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি মাঠে নামলেই ইয়াসিন চুকোকে সবসময় সাইডলাইনে দেখা যায়। তিনি মেসির দেহরক্ষী হিসেবে কাজ করেন। লম্বা সময় ধরে মেসির সঙ্গে কাজ করছেন তিনি। যদিও এবার আর তাকে মেসির পাশে দেখা যাবে না।

মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর থেকেই চুকোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িতে পড়ে। সব ভিডিওতে দেখা যেত, কালো পোশাক পরা সেই দেহরক্ষী কীভাবে মেসির প্রতিটা পদক্ষেপের দিকে নজর রাখছেন। মাঠে কেউ ঢুকে পড়লেই চুকো দৌড়ে গিয়ে তাকে বের করে আনছেন। মেসিকে রক্ষা করার চেষ্টা করছেন।

সম্প্রতি এক স্প্যানিশ মিডিয়াকে চুকো বলেছেন, ওরা (আয়োজকেরা) আর আমাকে মাঠে থাকতে দেবে না। আমি সাত বছর ইউরোপে ছিলাম। লিগ ওয়ান (ফ্রান্সের লিগ) এবং চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। সেই সময় মাত্র ছয়জন মাঠে ঢুকতে পেরেছিল। আমেরিকায় আসার পর মাত্র ২০ মাসেই ১৬ জন মাঠে ঢুকে পড়েছে। এটা এখানে বড় সমস্যা। আমি মেসিকে সাহায্য করতে চাই।

আমেরিকার মেজর লিগ সকার কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, মেসির নিরাপত্তার ব্যবস্থা তাদের নিরাপত্তারক্ষীরাই করবে। এর জন্য আলাদা করে কোনো দেহরক্ষী রাখার দরকার নেই।

এ দিকে গত সপ্তাহেই ইউটিউবার-বক্সার লোগান পলের বিরুদ্ধে লড়াই করার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন চুকো। মেসিকে বক্সিং ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিলেন লোগান। সেই আমন্ত্রণের কখনো কোনো জবাব দেননি মেসি। তার পর পল বক্সিং লড়ার জন্য চ্যালেঞ্জ জানান চুকোকে। তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন চুকো।

সর্বশেষ সংবাদ

লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

লুটপাট হওয়া সম্পদ ও অর্থ পুনরুদ্ধারের পর সেই সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে একটি তহবিল গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ