spot_img

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক টিমোথি হফ বরখাস্ত

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (NSA) এবং মার্কিন সাইবার কমান্ডের পরিচালক জেনারেল টিমোথি হফকে বরখাস্ত করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং রয়টার্সসহ একাধিক প্রভাবশালী সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

গুরুত্বপূর্ণ এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার ডেপুটি ওয়েন্ডি নোবেলকেও। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করা হয়নি।

রয়টার্স জানায়, দুইজন বর্তমান এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, হফের বরখাস্তের সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া হয়। ওয়েন্ডি নোবেলকে পুনর্নিযুক্ত করা হয়েছে পেন্টাগনের গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি অফিসে।

এনএসএ’র অন্তর্গত দায়িত্বে এখন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মার্কিন সাইবার কমান্ডের ডেপুটি উইলিয়াম হার্টম্যান। আর শিলা থমাস হয়েছেন ভারপ্রাপ্ত ডেপুটি।

এ বিষয়ে পেন্টাগন ও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

এদিকে, হাউস অব রিপ্রেজেন্টেটিভসের গোয়েন্দা সংক্রান্ত স্থায়ী কমিটির র‍্যাংকিং সদস্য ডেমোক্র্যাট জিম হিমস এই বরখাস্তের নিন্দা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই সংস্থাগুলোর পুনর্গঠন এবং নিজের আস্থাভাজনদের নিয়োগ দিতে সক্রিয়। ফেডারেল কর্মীবাহিনী হ্রাস এবং কাঠামোগত সংস্কারের অংশ হিসেবেই এই রদবদল দেখা যেতে পারে।

রয়টার্স আরও জানায়, ফেডারেল সরকার পুনর্গঠনের প্রচেষ্টার নেতৃত্বদানকারী ইলন মাস্ক গত মাসেই টিমোথি হফের সঙ্গে দেখা করতে এনএসএ সদর দপ্তরে যান।

উল্লেখ্য, এনএসএ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে, যেখানে উচ্চ-প্রযুক্তিসম্পন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সাইবার নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। মার্কিন সাইবার কমান্ড আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় কার্যক্রম পরিচালনা করে এবং প্রতিরক্ষা বিভাগের নেটওয়ার্কও পর্যবেক্ষণ করে থাকে।

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪

ফরিদপুরে মাদারীপুরগামী একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। মঙ্গলবার (৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ