spot_img

ফ্লপের মুখে ‘সিকান্দার’, যা বললেন সালমান

অবশ্যই পরুন

এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমা। মুক্তির পর থেকেই এখনও পর্যন্ত আশানুরূপ ফল করেনি সিনেমাটি। এছাড়া হুড়মুড়িয়ে কমেছে সিনেমার শোয়ের সংখ্যাও। এদিকে ভাইজান জানালেন, ইন্ডাস্ট্রি নাকি ‘সিকান্দার’ সিনেমার প্রচারের সময় তার পাশে দাঁড়ায়নি!

সালমান খানকে বরাবর ইন্ডাস্ট্রির শুভাকাঙ্খি হিসাবেই সকলে জানে। ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদের সিনেমার প্রচারে প্রায়শই দেখা যায় অভিনেতাকে। এমনকী মোহনলালের ‘এল ২: এমপুরান’ এবং সানি দেওলের আগামী ছবি ‘জাট’কেও শুভেচ্ছা জানাতে ভোলেননি ভাইজান।

অথচ তার নিজের সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারে দেখা যায়নি প্রায় কোনও বলি তারকাকেই। কেন এমন বিভেদ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবার মুখ খুলেছেন ভাইজান নিজেই। খানিকটা ক্ষোভ ও অভিমানের সুরে সালমান বলেছেন, “ওনারা হয়তো ভেবেছেন আমার সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু সকলেরই সাহায্যের প্রয়োজন হয়, এমনকী আমারও।”

কেন গোটা ইন্ডাস্ট্রি মুখ ফিরিয়েছে সালমানের সিনেমা থেকে? সমালোচকদের মতে, সালমানকে অনেকেই স্বয়ংসম্পূর্ণ বলে মনে করেন। সেই জায়গা থেকেই ইন্ডাস্ট্রির মানুষজন সালমানের সিনেমার প্রচার থেকে দূরে থেকেছেন।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে। আর দ্বিতীয় দিনে ‘সিকান্দার’ ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বক্স অফিসে। তৃতীয় দিন ১৯.৫০ কোটি টাকা আয় করেছে।

আর চতুর্থ দিন আয় নেমেছে একেবারে ৯ কোটিতে! ২ এপ্রিল অর্থাৎ চতুর্থ দিন সিকান্দার আয় করেছে মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা। যার ফলে চারদিনে ভারতীয় বক্স অফিসে সিকান্দারের আয় দাঁড়িয়েছে ৮৪ কোটি টাকা। বিশ্ববাপী ১০০ কোটি আয়ের ল্যান্ডমার্ক অতিক্রম করেছে এটি।

‘সিকান্দার’ সিনেমায় সালমান খান ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ।

সর্বশেষ সংবাদ

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ