অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে সুখে সংসার করছেন ঋদ্ধিমা ঘোষ। তিনি নিজেও একজন অভিনেত্রী। ২০২৪ সালে পুত্র সন্তানের মা হয়েছেন। পুত্র ধীর ও স্বামী গৌরবকে নিয়ে সুখের সংসার ঋদ্ধিমার। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পডকাস্ট শো-তে এসে রণবীর কাপুরের প্রতি তাঁর ভালো লাগার কথা অকপট ব্যক্ত করেছেন ঋদ্ধিমা।
রণবীর কলকাতায় এসেছিলেন যখন, তাঁকে সামনে থেকে দেখে প্রায় কেঁদেই ফেলেছিলেন ঋদ্ধিমা। তাঁর নামকরণও হয়েছে কাপুর পরিবারের থেকে অনুপ্রাণিত হয়ে। সেই পডকাস্টে রাহুলকে ঋদ্ধিমা বলেছিলেন, ‘রণবীরের দিদির নাম ঋদ্ধিমা। সেই কারণে আমার বাবা-মাও রেখেছিলেন, ঋষি কাপুর ও নিতু কাপুর মেয়ের ওই নাম রেখেছেন বলে।’
ঋদ্ধিমা তারপরই জানান, রণবীরের জন্য তিনি কতখানি ব্যাকুল। অভিনেতাকে নিজের ‘প্রথম স্বামী’ বলেছেন ভক্ত ঋদ্ধিমা। বলেছেন, ‘রণবীর আমার প্রথম স্বামী, যাঁকে আমি বিয়ে করিনি’।
অভিনয় করতে এসে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব হয় ঋদ্ধিমার। কোর্টশিপের পর বিয়ে করেন তাঁরা। যতই রণবীর কাপুরের জন্য মন উতলা হোক ঋদ্ধিমার, তাঁর ও গৌরবের রিয়েল লাইফ জুটি টলিউডে হিট। আদর্শ দম্পতি তাঁরা।
খবর: এই সময়।