spot_img

টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়তে ‘মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন’ চুক্তি স্বাক্ষর

অবশ্যই পরুন

বিমসটেক সম্মেলনে দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টেকসই ও স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে ‘মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন’ এমওইউ স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ ছাড়াও আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ার ৭ দেশের জোট বিমসটেক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিন আজ সকালে সাংরিলা হোটলে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যেখানে বাংলাদেশসহ নেপাল, ভারত, থাইল্যান্ড, ভুটান, মিয়ানমার ও শ্রীলঙ্কারা মন্ত্রীরা অংশ নেন।

এরপর বিমসটেকের মহাসচিব ও আইওআরএ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আজ ব‍্যাংককে এসে যুক্ত হবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ব্যাংকক স্থানীয় সময় বেলা ৩টায় বিমসটেক ইয়্যুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন সরকার প্রধান। এছাড়াও আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমসটেক সম্মেলনে যোগ দেবেন।

আজ বিকেল ৪টায় সম্মেলন সংক্রান্ত আপডেট দিতে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রেস ব্রিফিং করবেন। সন্ধ্যা ৭টায় ইয়াং জেনারেশন ফোরাম নিয়ে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রেস ব্রিফিং হবে, যেখানে পুরো অনুষ্ঠানের সারসংক্ষেপ তুলে ধরা হবে বলে উল্লেখ করা হয়েছে বিমসটেক সম্মেলনের কর্মসূচিতে।

সর্বশেষ সংবাদ

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ