spot_img

মোহনগঞ্জগামী ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

অবশ্যই পরুন

নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে, ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্টেশন সূত্রে জানা যায়, ধলা স্টেশন পার হওয়ার পর ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করে, যা দ্রুত আগুনে রূপ নেয়। পুরো বগিতে ধাউ ধাউ করে জ্বলতে থাকে আগুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। যাত্রীদের কেউ কেউ চিৎকার করে বলছিলেন— ‘ভাই, পানি দেন, আমাদের বাঁচান!’

এ দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

মব সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বন্ধে জনগণকে সরব হতে হবে, কারণ তারা সরব...

এই বিভাগের অন্যান্য সংবাদ