spot_img

শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি এ দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো।

পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের বিদায় সম্পর্কে ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের অবহিত করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি তার ব্যবসায়িক কার্যক্রমে মনোযোগ দেবেন এবং পাশাপাশি সরকারকে পরামর্শমূলক সহায়তা করবেনউ

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর সরকারি ব্যয় হ্রাস ও প্রশাসন ছোট করার দায়িত্ব দেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে। তার প্রধান পদক্ষেপগুলোর মধ্যে ছিল আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি বন্ধ করা ও যুক্তরাষ্ট্রের লাখ লাখ সরকারি কর্মীকে অবসরে পাঠানো।

সূত্রমতে, ট্রাম্প মাস্কের কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন। তবে দুজনেই একমত হয়েছেন, এখন তার সরে যাওয়ার সময় হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসনের অনেকেই মাস্কের চঞ্চল ও বিতর্কিত ব্যক্তিত্বের কারণে তাকে নিয়ে বিভক্ত ছিলেন।

একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাস্ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করতে পারেন এবং মাঝেমধ্যে তাকে হোয়াইট হাউসে দেখা যেতে পারে।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছে বাংলাদেশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ