spot_img

ঘরের মাঠে অ্যাতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল-বার্সা

অবশ্যই পরুন

চার মৌসুমর পর কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আগামী ২৬ এপ্রিল মঞ্চায়ন হবে এল ক্লাসিকো ফাইনালের। বুধবার (২ এপ্রিল) রাতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

বার্সার মাঠে গোল উৎসবের ম্যাচটি ড্র হয়েছিল ৪-৪ ব্যবধানে। তবে দ্বিতীয় লেগে খুব একটা জমেনি লড়াই। অ্যাতলেটিকোর হারে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করলো বার্সা।

২০১৩-১৪ মৌসুমের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে ক্লাসিকো মহারণ।

ঘরের মাঠে এদিন সমর্থকদের হতাশ করেছে অ্যাতলেটিকো। পুরো ম্যাচে ৬টি শট নিলেও তাদের একটি শটও ছিল না লক্ষ্য বরাবর। বিপরীতে ৫৭ শতাংশ সময় বল দখলে রাখা বার্সা ১৫টি শট নিয়ে ৫টি গোলমুখে রেখেছিল। তবে গোল পেতে বেশ সংগ্রাম-ই করতে হয়েছিল তাদের।

ম্যাচের ২৭তম মিনিটে বার্সাকে প্রথম সাফল্য এনে দেন ফেররান তোরেস। বক্সে দারুণ পাস দেন ইয়ামাল, ছুটে গিয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান তোরেস।

প্রথমার্ধে আরও দুটি দারুণ সুযোগ পায় বার্সা। তবে সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন ইয়ামাল-রাফিনিয়ারা।

দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান সরলোথ, তবে অফসাইডের পতাকা তোলায় গোল পাওয়া হয়নি অ্যাতলেটিকোর।

শেষের কয়েক মিনিটে স্বাগতিকরা গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায়। তবে বার্সার রক্ষণভাগ তাদের সে সুযোগ দেয়নি। ১-০ গোলের জয়ে চার মৌসুম পর কোপা দেল রে’র ফাইনালে জায়গা করে নিলো কাতালানরা।

সর্বশেষ সংবাদ

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ