spot_img

চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না: মাহফুজ আলম

অবশ্যই পরুন

দেশে চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আজ বুধবার (২ এপ্রিল) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। তখন এ হুঁশিয়ারি দেন।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এ ‘অ্যাজ বাংলাদেশ রিইনভেন্ট ইটসেলফ, ইসলামিস্ট হার্ড-লাইনারস সি অ্যান ওপেনিং’ বা বাংলাদেশের নতুন পরিস্থিতিকে কট্টর ইসলামপন্থীরা মতাদর্শ কায়েমের সুযোগ হিসেবে দেখছে— এমন শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এ নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম সমালোচনা করতে গিয়ে এমন হুঁশিয়ারি দেন।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে, সেজন্য প্রতিশ্রতিবদ্ধ অন্তবর্তী সরকার। যদি সতর্কতায় কাজ না হয়, তাহলে অবশ্যই হার্ডলাইনে যাওয়া হবে।

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টা করছে সরকার, এমন মন্তব্যও করেছেন উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি আরও বলেছেন, শহীদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করে। আমরা চেষ্টা করবো— গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করে যেতে পারি। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এ সরকারের চেষ্টা আছে। জনগণ এটার সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি, এ চেতনার সাথে রাজনৈতিক দল সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করবো।

সর্বশেষ সংবাদ

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ