spot_img

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

অবশ্যই পরুন

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার (৩১ মার্চ)। আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

এদিকে জাতীয় ঈদগাহে এবার প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া বিরূপ থাকলে জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে হবে। গতকাল শনিবার ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

ঈদের প্রধান জামাতের সিংহভাগ প্রস্তুতি সম্পন্ন জানিয়ে তিনি বলেন, ঈদুল ফিতরে ঢাকায় নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এবার জায়নামাজ সঙ্গে আনতে হবে না। এখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ৩৫ হাজার মুসল্লি। রয়েছে অজু করার জায়গা, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা।

নারীদের জন্য নামাজ পড়ার আলাদা ব্যবস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, বিছানো হয়েছে আরামদায়ক কার্পেট, তাই জায়নামাজ সঙ্গে আনতে হবে না। ছাতা আনতেও নিরুৎসাহিত করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার জন্য থাকবে দুটি মেডিকেল টিম।

ডিএসসিসি প্রশাসক জানান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এখানে ঈদের জামাতে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। ঈদ জামাত ঘিরে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সর্বশেষ সংবাদ

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ২৭০০ ছাড়ালো

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ৭০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ। পাশাপাশি এখন পর্যন্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ