spot_img

তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া চীনের

অবশ্যই পরুন

দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানালেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তিনি বলেন, বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমরা সেখানে গিয়ে যা দেখেছি তার মাঝে অনেক সম্ভাবনা দেখছি এবং সেগুলো দেখে আমরা উৎসাহিত বোধ করছি। তাদের আতিথেয়তার বিষয়ে তিনি বলেন, মেহমানকে কতটুকু গুরুত্বের সাথে এবং সাদরে গ্রহণ করতে হয় সেটা তারা দেখিয়েছে। চীনা প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানোর জন্য গ্রেটফল থেকে বাইরে এসে অপেক্ষা করেছেন, গ্রুপ ফটো তুলেছেন। যেটা তিনি সাধারণত করেন না।

গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। সফরে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বোলার আল ফাহাদের বিধ্বংসী স্পেল ও ব্যাটসম্যান জাওয়াদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ