ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রতিশ্রতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। ঈদের আগে থেকেই সরকারের উপদেষ্টারা এ কথা বলে আসছেন। টিকিটের দাম যৌক্তিক রাখতে চলছে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযান। ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধেও সতর্ক সংশ্লিষ্টরা, নেই শিডিউল বিপর্যয়।
রোববার (৩০ মার্চ) সকালে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কমলাপুর রেল স্টেশনে থেমে থাকা ট্রেনের জানালার মাঝে মুখ ঢুকিয়ে যাত্রীদের কাছে জানতে চাইলেন, ‘সব ঠিক আছে তো?’ যাত্রীরাও হাসিমুখে উপদেষ্টার প্রশ্নে উত্তর দিলেন।
পরিদর্শন শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, এবারের ঈদ স্বস্তিদায়ক ও শঙ্কামুক্তভাবে সবাই উদযাপন করতে পারবে। ট্রেন ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে, কালোবাজারি হচ্ছে না। ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, এবারের ঈদ যাত্রায় আমি খুবই খুশি, যাত্রীরাও খুশি।
উপদেষ্টা বলেন, আমরা এখানে কোনো দুর্নীতি প্রশ্রয় দেইনি। এ ব্যাপারে জিরো টলারেন্স। আগে রেলের কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে যুক্ত ছিলো। কিন্তু এবার কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে যুক্ত নেই। যার জন্য ট্রেনে নির্বিঘ্নে যাত্রা করতে পারছে যাত্রীরা।