জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিযুক্ত করতে এলিস স্টেফানিককে দেয়া মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুযায়ী কাজ এগিয়ে নিতে প্রতিনিধি পরিষদে তাদের যে সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা আছে, তা ধরে রাখা জরুরি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য এলিস স্টেফানিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। গত নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে স্টেফানিককে জাতিসংঘের দূত হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেন।
গত বৃহস্পতিবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কংগ্রেসে প্রতিটি রিপাবলিকান আসন ধরে রাখা আমাদের জন্য অপরিহার্য। সেখানে খুব বেশি সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আমি এলিসের আসনে অন্য কাউকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে চাই না।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের খুব সামান্য ব্যবধানের (২১৮-২১৩) সংখ্যাগরিষ্ঠতা আছে। চারটি আসন ফাঁকা। এমন অবস্থায় আসন ধরে রাখাকে জরুরি বলে মনে করছেন রিপাবলিকানরা।